পতিত আওয়ামী সরকারের সময়ে পুলিশি নির্যাতনের ভয়াবহ রূপ দেখেছেন হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আসাদুল্লাহ। মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য গ্রেপ্তারের পর থেকেই তার ওপর শুরু হয় নির্যাতন। রিমান্ডে নিয়ে চালানো হয় বর্বর শারীরিক নিপীড়ন।
পতিত আওয়ামী লীগের শাসনামলে আলেম-ওলামা নির্যাতনের অন্যতম সাক্ষী হয়ে আছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা। আলোচিত সাত খুনের আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর হোসেন চেয়ারম্যান ও তার বাহিনী এলাকার মানুষকে জিম্মি করে রাখত।
একটানা ১৭ দিনসহ মোট ২৮ দিন রিমান্ডের নামে পুলিশি হয়রানি, নির্যাতন ও গালাগালের শিকার হয়েছেন এই আলেম। জেলে থাকাবস্থায় তার সন্তানসম্ভবা স্ত্রীও স্বামীর অনুপস্থিতিতে দুর্ভোগে পড়েন।